ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারী পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ফুল তুলে দিলেন ফেনীর ডিসি-মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
নারী পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ফুল তুলে দিলেন ফেনীর ডিসি-মেয়র

ফেনী: ঝাড়ু হাতে যে মানুষগুলো শহর পরিচ্ছন্ন করেন, সেই মানুষগুলোর হাতে ফুল ও উপহার তুলে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি), মেয়র ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেনী পৌর সভার নারী পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সার্বিক সহায়তায় শহীদ মিনার প্রাঙ্গণে শহরের ৫০ জন পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বিশেষভাবে নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে সবাইকে দেওয়া হয় একটি করে শাড়ি ও কম্বল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ড. মন্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, জেলা প্রশাসকের তনয়া আদিবা মাহমুদ রোদেলা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসএইডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।