ঢাকা: রাজধানীর শনির আখড়া আন্ডারপাস থেকে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
মঙ্গলবার (৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ডিবি লালবাগ বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস।
তিনি জানান, গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আবু হানিফ ও মো. আসাদুজ্জামান ওরফে আসাদ।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আরও বলেন, যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় দুইজন ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। পরে ওই এলাকায় অভিযানে যাওয়া হয়। এক পর্যায়ে শনিরআখড়া আন্ডারপাসে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাজ থেকে জব্দ করা হয় ২হাজার পিস ইয়াবা। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এজেডএস/এনএইচআর