ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাড়লো চা-রুটি-পরোটার দামও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
ফেনীতে বাড়লো চা-রুটি-পরোটার দামও

ফেনী: ফেনীতে হঠাৎ করে বেড়ে গেছে চা, রুটি আর পরোটার দাম। একইসঙ্গে সিঙ্গারা, সামুচা, মোগলাইসহ বেশ কয়েকটি খাবারের দামও বাড়ানো হয়েছে।

এতে বেকায়দায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা।

সূত্র জানায়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ফেনী জেলা শাখার সিদ্ধান্তক্রমে প্রতিটি হোটেল-রেস্টুরেন্টে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।  

ওই নোটিশে ১০ প্রকারের নাস্তার দাম বাড়ানো হয়। এর মধ্যে চা, রুটি ও পরোটার দাম বাড়িয়ে ১৫ টাকা করা হয়। সিঙ্গারা ও সামুচার দাম নির্ধারণ করা হয় ১০ টাকা।  

এছাড়া মোগলাই ৪০ টাকা, ডিম ২৫ টাকা, ডাল-ভাজি ২৫ টাকা, গরু সিঙ্গেল ১২০ টাকা ও চিকেন বিরিয়ানী ১৬০ টাকা নির্ধারণ করা হয়। ওই নোটিশে খাদ্যপণ্যের মান অনুযায়ী দাম বাড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়। নোটিশটি গতকাল সোমবার থেকে কার্যকর করা হয়।  

ফেনী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার কবির শাহজাদা জানান, তেল, আটা, চিনি, ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে বৈঠকে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসএইচডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।