ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ২২ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
সোনারগাঁওয়ে ২২ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে, ৭ মার্চ সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়াতে কুমিল্লা হতে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রুহুল আমিন (২৬) ও নিজাম উদ্দিন (২৫)।

এএসপি রিজওয়ান সাঈদ জিকু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে যুক্ত। ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতো তারা।

তিনি বলেন, আটকের সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।