নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে বসে নারী-পুরষের পাশাপাশি প্রকাশ্যে স্কুল-কলেজের পোশাক পরা শিক্ষার্থীদের ধূমপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) এমন একাধিক ছবি নারায়ণগঞ্জের বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাইরাল হয়েছে।
বিশেষ করে নারী দিবসে স্কুল-কলেজের ছাত্রীরা প্রকাশ্যে এভাবে শহীদ মিনারের বেদীতে বসে ধূমপান করবে তা কখনো শোভনীয় হতে পারে না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের সমন্বয়ক এটিএম কামাল জানান, এটি কোনোভাবেই শোভনীয় নয়। তারা আমাদের সন্তানের মতো। আমাদের মেয়েরা এভাবে প্রকাশ্যে রাস্তায়, পথেঘাটে তো দূরের কথা, খোদ শহীদ মিনারের বেদীতে বসে ধূমপান করবে এটা কাম্য হতে পারে না। শহীদ মিনারে সব সময় প্রশাসন ও পুলিশের লোকজন থাকে, তাদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। যারা এ কাজ করেছে বা করে তাদের অভিভাবকদের উচিত সন্তানের দিকে দৃষ্টি দেওয়া। সন্তানকে অবশ্যই সুশিক্ষা দেওয়া উচিত, যা এখন অনেক অভিভাবকই দিতে ব্যর্থ বলে আমাদের এমন দৃশ্য দেখতে হচ্ছে।
আমরা নারায়ণগঞ্জবাসীর সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু বলেন, এটা দেখে শুধু আমি নই, পুরো জেলাবাসী লজ্জিত। শহীদ মিনার এদেশের মানুষের কাছে একটি পবিত্র স্থান। সেই শহীদ মিনারের বেদীতে বসে এভাবে ধূমপান যারা করে, বা জুতা পায়ে হাঁটে, কিংবা যারাই এর পবিত্রতা নষ্ট করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমি সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ৮মার্চ, ২০২২
এমআরপি/এমএমজেড