বান্দরবান: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিংওমং মারমা (৩৫) নামে এক চাঁদের গাড়ি (জিপ) চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ভাঙ্গামুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিংওমং মারমা জেলার রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের হ্লাফাইমুখ এলাকার বাসিন্দা চিমংপ্রু মারমার ছেলে।
জানা গেছে, সকালে জেলা সদর থেকে মালামাল বোঝাই করে কুহালং ইউনিয়নের উদ্দেশে রওনা হয় একটি চাঁদের গাড়ি। গাড়িটি কুহালংয়ের ভাঙ্গামুরা এলাকায় এলে পাহাড়ি রাস্তায় ওপরে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিন যাত্রী লাফ দিয়ে নেমে বেঁচে গেলেও ঘটনাস্থলে ওই চালক নিহত হন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাটানো হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসআরএস