ঢাকা: ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সন্মাননা ২০২২’ পেয়েছেন ১১ জন নারী।
মঙ্গলবার (০৮ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁও এলজিআরডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীদের সন্মাননা দেন স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন এবং সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সন্মাননা প্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার হেনা বেগম, মদিনা বেগম, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আমেনা বেগম, কুড়িগ্রাম সদরের হাসনা বেগম, ময়মনসিংহের ফুলপুরের জাহানারা বেগম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অর্চনা ঠাকুর, জয়পুর হাটের মোছা. রেখা, মাদারীপুর কালকিনির লুনা কবির, হবিগঞ্জ আজমিরীগঞ্জের লালবানু, মানিকগঞ্জ সিঙ্গাইরের সালমা নজরুল, কিশোরগঞ্জের ইটনার আছমা আক্তার।
পুরস্কার হিসেবে নারীদের ক্রেস্ট, নগদ অর্থ এবং সন্মাননা সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
আরকেআর/আরআইএস