ঢাকা: আসন্ন রমজানে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রোজা শুরু হয়ে ৩০ রমজান পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ৩ মে।
সাধারণত ঈদে সরকারি ছুটি থাকে তিন দিন। ২৯ রমজান হলে ঈদ হবে ২ মে আর ৩০ রমজান পূর্ণ হলে হবে ৩ মে।
৩ মে ঈদ উদযাপিত হলে ঈদের ছুটি ২-৪ মে। তার আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১ মে সরকারি (মে দিবস) ছুটি। এ হিসেবে ঈদের ছুটি হবে ৬ দিন।
আর রমজান পূর্ণ না হলে ঈদ হবে ২ মে। তখন ঈদের ছুটি ১-২ মে আর সাপ্তাহিক ছুটি ২৯ ও ৩০ এপ্রিল। সব মিলে তখন ঈদের ছুটি ৫ দিন।
আর ৩ মে ঈদ উদযাপিত হলে সাপ্তাহিক ২ দিন, ঈদের ছুটি ৩ দিন এবং ঈদের পর ৫ মে বৃহস্পতিবার ১ দিন ছুটি নিলেই পরের ২ দিন সাপ্তাহিক ছুটি মিলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এমআইএইচ/এসআইএস