ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

খুলনা: টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারী দিবস উদযাপন পর্ষদ ও বিভিন্ন নারী সহযোগী সংগঠনসমূহের আয়োজনে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সব ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জাতীয় সংসদে, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্র বাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা। নারীদের পেছনে ফেলার কোন সুযোগ নেই।  

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ও নারীদের অবদান ছিল। মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফলে এবং অন্যান্য ক্ষেত্রে যোগ্যতায় এগিয়ে যাচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, কেএমপির এডিসি সোনালী সেন। স্বাগত জানান মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। এসময় বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে খুলনা কালেক্টরেট চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে জুম মিটিং, সন্ধ্যা ছ’টায় গোলকমনি শিশু পার্কে প্রদীপ প্রজ্জ্বলন এবং ব্র্যাকের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ছ’টায় পথ নাটক প্রদর্শন করা হবে।

এছাড়া খুলনা প্রেসক্লাবে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পণ্য প্রদর্শনীর আয়োজন করে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) ।

প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বিডাব্লিউসিসিআইয়ের বিভাগীয় প্রধান, শামীমা সুলতানা শিলু, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি, এক্সক্লুসিভ কানিজ হেয়ার অ্যান্ড বিউটি পার্লারের স্বত্বাধিকারী  কানিজ সুলতানা, বিডব্লিউসিসিআইয়ের সদস্য চিশতী মুসতারী বানু।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইয়ের খুলনা বিভাগীয় প্রধান আকসা হৈম।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোছাম্মৎ তাছলিমা খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুল জব্বারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে অতিথিরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি দেয়াল পত্রিকা উন্মোচন করেন। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টায় ওয়েবিনারে আলোচনা সভা।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।