ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে এক নারীর গলা থেকে স্বর্ণের চেন নেওয়ার সময় চার নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৮মার্চ) সকালে স্টেশনের প্লাটফরম থেকে তাদের আটক করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে যাত্রাবিরতিকালে চার নারী বোরকাপড়া অবস্থায় ট্রেনে ওঠেন। পরে ভিড়ের মাঝে এক নারীর গলা থেকে স্বর্ণের চেন টেনে নিয়ে দ্রুত নেমে পড়েন। পরে তার চিৎকারে স্টেশনের কর্তব্যরত পুলিশ সদস্যরা ওই চার নারী ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ উদ্ধারকৃত চেন ওই যাত্রীকে বুঝিয়ে দেয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল করিম বলেন, আটক নারীরা পেশাদার ও সংঘবদ্ধ চোর। তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ৮ মার্চ, ২০২২
এমএমজেড