পাবনা: নারী দিবসের দাওয়াত দিতে দেরি হওয়ায় পাবনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে পাবনা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নারী দিবসের এক আলোচনা সভায় এমন অভিযোগ করেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা কানিজ আইরিন জাহান।
এসময় ওই সংসদ সদস্যের সঙ্গে কথোপকথনের একটি ফোনকল রেকর্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। তাতে শোনা যায়-প্রথম দিকে নারী দিবসে দাওয়াত না দেওয়ার বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন পাবনা সদর উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার রেখা। এসময় পাশে থাকা সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি ফোন নিয়ে কানিজ আইরিন জাহানকে ধমকাতে থাকেন।
ফোনালাপে এমপি জলি নারী কর্মকর্তার উদ্দেশ্যে বলেন “এই আপনি কি হইছেন, আপনি নারী হয়ে নারীদের সম্মান করেন না! আপনাকে এক থাপ্পড় মেরে পাবনা ছাড়া করবো কিন্তু। আপনার খুব বেশি আস্পর্ধা হয়ে গেছে। প্রত্যেকটা মেয়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন। লিজ দিসি নাহ ফাউল মহিলা কোথাকার। সবকিছু নিয়ে দুর্নীতির মধ্যে আপনি নিজেকে জড়াচ্ছেন। আপনি একটা অফিসার হয়ে। ফাউল মহিলা কোথাকার। বেশি সাহস হয়ে গেছে আপনার নাহ। আমি পাবনায় প্রেজেন্ট রইছি, প্রোগ্রাম করবেন, কালকে নারী দিবস। আপনাকে বলে দিতে হবে? আপনি (আমাকে) ইনভাইট করবেন কালকে নাহ? ফাউল মহিলা, ফাউল মহিলা। আপনি সরকারি কর্মকর্তা, আপনাকে এমপির বাসায় আসতে হবে, এসে দাওয়াত করতে হবে। আর কালকে যদি আমি প্রোগ্রামে দাওয়া না পাই তাহলে আপনাকে আমি কেমনে পাবনা ছাড়া করি তার ব্যবস্থা আমি করবো। আপনাকে পাবনা ছাড়া করা ১০ মিনিটের ব্যাপার। ”
সভায় কানিজ আইরিন বলেন, ‘আমাদের জেলার সবচেয়ে সম্মানিত ব্যক্তি জনাব নাদিরা ইয়াসমিন জলি যিনি আজকের গ্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। গতকাল (সোমবার) ১১টার দিকে ৭ মার্চের প্রোগ্রাম শেষ করে যখন আমি বাসায় যাই তখন তিনি হঠাৎ করেই আমাকে ফোন করে বলেন যে- এই আপনি আমাকে দাওয়াত করেন নাই কেন? আপনি কি হইছেন, আপনি ফালতু মহিলা। এক থাপ্পড় দিয়ে আপনাকে আমি পাবনা ছাড়া করবো!’
নারী দিবসের প্রয়োজনীয়তার প্রশ্ন তুলে ধরে তিনি বলেন, ‘তাহলে নারী দিবস কেন আমরা করব? কতটুকু সম্মান আমাদের আছে? যে এমপি আমাকে থাপ্পড় দিয়ে পাবনা ছাড়া করবেন। আমি এখানে বাড়ির কাজ করতে এসেছি। সরকারই আমাকে বসিয়েছে। সরকারেরই একটা পর্যায় একটা পদে আমি আছি। আমাকে যখন এভাবে বলা হয় তারপর থেকেই আমার ওপর অনেক প্রেশার আসছে। আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত আছি। আমার ৫৫ বছরের জীবনে এভাবে মানুষের কথা শুনিনি। একজন সরকারি নারী কর্মকর্তার সঙ্গে একজন নারী এমপি যদি এমন ব্যবহার করেন তাহলে এই নারী দিবস পালন করে কি হবে আমাদের?
তিনি বলেন, ‘আমার কাছে রেকর্ডটা আছে, আমি সব জায়গায় পৌঁছে দিয়েছি, কারণ আমার মোবাইলে অটোরেকর্ড হয়। আমি আমাদের এমডি স্যারকেও বলেছি। আমাকে উনি (এমপি) কাজের জন্য একশবার বকতে পারেন, হাজারবার বকতে পারেন কিন্তু থাপ্পড় দেওয়ার কথা উনি বলতে পারেন না!’
তবে ফোনে কথোপকথনের বিষয়টি অস্বীকার করে দুপুরে দ্রুত সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
তিনি বলেন, ‘আমি ওই নারী কর্মকর্তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু আমার ফোন উনি রিসিভ করেননি। সামাজিক মাধ্যমে যেটি ভাইরাল হয়েছে, সেই ফোন নম্বরটিও আমার নয়, কণ্ঠও আমার নয়। ’ তিনি মিথ্যা বানোয়াট একটি ঘটনা বানিয়ে আমাকে জড়ানোর চেষ্টা করছেন। তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমি জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি আমাকে সংবাদ সম্মেলন করতে বলেছেন। তার বিরুদ্ধে অনেক অনিয়ম রয়েছে। একজন সরকারি কর্মকর্তা একই স্থানে এত বছর কিভাবে থাকে। তিনি বিভিন্ন মাধ্যমে বলে বেড়ান কিসের সংসদ সদস্য আমি। তার নাকি অনেক ক্ষমতা রয়েছে।
পাবনা সদর উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার রেখার ফোন ব্যবহার করে কথা বলেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি মিথ্যা ও বানোয়াট, কে কখন ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন সেটি আমার জানার বিষয় নয়।
তিনি অভিযোগ করে বলেন, ‘জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহান একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। ইতোমধ্যে তার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দেওয়া হয়েছে। এর আগের জেলা প্রশাসক কবির মাহমুদও তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছিলেন। খুব শিগগিরই তার বিরুদ্ধে তদন্ত করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
আরএ