ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে পরিত্যক্ত একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ইউনিয়নের গোপালপুর গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ধারণা, অজ্ঞাত এই ব্যক্তিকে হত্যা করে রাতের আধাঁরে পরিত্যক্ত খালটিতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসআরএস