ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ছাত্রী অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
ফতুল্লায় ছাত্রী অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে জুয়েল মাস্টার নামে এক কোচিং সেন্টারের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

গ্রেফতারকৃত জুয়েল (৪৫) ফতুল্লার মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন আলতাফ ভিলায় ভাড়া থেকে উইন্ডো নামে কোচিং সেন্টার পরিচালনা করেন।

মামলায় উল্লেখ করা হয়, সোমবার (৭ মার্চ) দুপুরে পরীক্ষার খাতা দেখানোর কথা বলে ফোন করে বাসা থেকে কোচিং সেন্টারে ডেকে এনে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করেন জুয়েল মাস্টার। এরপর ছাত্রী বাসায় ফিরতে দেরি হওয়ায় ছাত্রীর বাবা মা জুয়েল মাস্টারকে ফোন করে জিজ্ঞেস করলে তিনি হুমকি দিয়ে বলেন এ বিষয়ে কাউকে কিছু জানালে আপনাদের মেয়ের ক্ষতি হবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার করে ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।