ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে তেল মজুত ও বেশি দামে বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
শরীয়তপুরে তেল মজুত ও বেশি দামে বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

শরীয়তপুর: শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে বোতলজাত তেল মজুত করে তা বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় পালং বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় মান্নান স্টোরসহ তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। এছাড়া দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং আগের নির্ধারিত দামে বোতলজাত তেল ভোক্তাদের মাঝে বিক্রি করার ব্যবস্থা করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, শরীয়তপুর সদর উপজেলার প্রধান পালং বাজারে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে গোডাউনের তেল নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।