শরীয়তপুর: শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে বোতলজাত তেল মজুত করে তা বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় পালং বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, শরীয়তপুর সদর উপজেলার প্রধান পালং বাজারে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে গোডাউনের তেল নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
আরএ