ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী

ঢাকা: ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ মার্চ) ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য ভারত চালু করেছে ‘অপারেশন গঙ্গা’। এর অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়া সহ অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ইউক্রেন থেকে তার দেশের ৯ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

দুই সপ্তাহ আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ভারত তার ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়া সহ আরও কয়েকটি দেশের আটকে পড়া নাগরিকদের উদ্ধার করে।  


বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
টিআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।