ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় হালিমা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৯ মার্চ) সকালে উপজেলার বাবরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গ্রামের আয়ুব আলীর স্ত্রীর।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলেবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ওই সড়ক পার হচ্ছিলেন হালিমা। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসআরএস