পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় গম ক্ষেত থেকে করিমা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমরখানা ইউনিয়নের ডাংগাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তার আমিরুলের সঙ্গে বিয়ে হয় করিমার। তবে তিনি বাবার বাড়িতে থেকে পাথর শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার (৮ মার্চ) শ্রমিকের কাজ শেষে আর বাবার বাড়িতে ফিরেনি। বুধবার সকালে ডাংগাপাড়ায় একটি গম ক্ষেতে করিমার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য করিমার মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসআরএস