সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অবৈধভাবে বাসাবাড়িতে নেওয়া প্রায় ৫০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা।
বুধবার (০৯ মার্চ) দিনব্যাপী কাঠগড়ার পাহলোয়ান বাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, অভিযানে আনুমানিক ৫০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাসের মূল লাইন থেকে একটি অসাধু চক্র এসব সংযোগ দিয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা প্রতিটি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এছাড়া অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। অন্যদিকে বকেয়া গ্যাস ভাড়া উত্তোলনের জন্য সেখানে বুথ বসানো হয়েছে।
এ সময় তিতাস গ্যাসের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেলসহ অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে আশুলিয়া থানা পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করে। এছাড়াও ৪০ জনের একটি দল অভিযানে সহায়তা করে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এসএফ/এনএসআর