ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ইয়াবাসহ মো. খাইরুল আমিন ও মো. সফিকুল আলম নামে দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

বুধবার (৯ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

 

মঙ্গলবার (৮ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি অগ্রণী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ খাইরুল ও সফিকুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।