ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিরোজপুরে পুলিশে যুক্ত হলো বডি ওর্ন ক্যামেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
পিরোজপুরে পুলিশে যুক্ত হলো বডি ওর্ন ক্যামেরা

পিরোজপুর: পিরোজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সদস্য ও বিভিন্ন অভিযানের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ব্যবহার করা হবে।

এ উপলক্ষে বুধবার (০৯ মার্চ) সকাল ১১টায় জেলা শহরের সিও অফিস মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো.   সাঈদুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান, সদর থানার পুলিশ পরিদর্শক আলী রেজাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা, জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ও জেলা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ।

পুলিশ সুপার মো. সাঈদুর রহমান জানান, বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। এছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে, সেগুলোর রেকর্ডও থেকে যাবে। পিরোজপুর পুলিশে ২৬টি বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যেও বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।