বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ষষ্ট অভয়াশ্রমে কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে অভিযানের মাধ্যমে ২৫ জেলেকে আটক করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকালে তাদের আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য বিভাগ, র্যাব ও নৌ পুলিশ যৌথ অভিযানে ইলিশের অভয়াশ্রমের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে ২৫ জেলেকে আটক করা হয়।
এ সময় ২০ কেজি ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা অনুসারে তাদের সাজার আওতায় আনা হয়।
এদিকে ইলিশের ষষ্ট অভায়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমএস/কেএআর