ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে ট্রাকচাপায় রাসেল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৯ মার্চ) রাতে সুনামগঞ্জ শহরের প্রবেশের সময় দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ওই আরোহীকে চাপা দেয়।

চাপা দেওয়ার পর পথচারী ও সড়কের পাশের ব্যবসায়ীরা আহত রাসেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ভাদের টেক গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। ঘাতক ট্রাকচালকে আটক ব্যবসায়ীরা পুলিশে সোপর্দ করেছেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ  সময়: ০১৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।