কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাট এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে নিচে চাপা পড়ে মনা (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মিরপুর-পোড়াদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনা মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ওই পৌরসভা এলাকায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সকালে নসিমন যোগে পোড়াদহ বাজারে কাপড় কিনতে যাচ্ছিলেন মনা। পথে কামিরহাট এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনটির নিচে চাপা পড়ে ব্যবসায়ী মনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসআরএস