খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা থেকে মো. রোমান গাজি (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(১১ মার্চ) সকালে গুইমারার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
পরিবার জানায়, রাতে ঘরের সিলিংয়ে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন রোমান। সকালে ঘুম থেকে উঠে রান্না ঘরে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তার স্ত্রী শাহেদা বেগম।
এই বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এডি/কেএআর