ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুবেল মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকালে মেহেন্দিগঞ্জের পাতারহাট পুরাতন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দূর্গাপুর এলাকার ইউনুস মোল্লার ছেলে। এছাড়া এ ঘটনায় একই এলাকার আবুল হোসেনের ছেলে কুদ্দুস (৩৫) ও বাবুল মোল্লার ছেলে সোহেল (৩৬) আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, একটি নছিমন পাতারহাট বন্দর থেকে লঞ্চঘাটের দিকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মোল্লাকে মৃত ঘোষণা করে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।