ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লন্ডনে বাংলায় লেখা হলো রেলস্টেশনের নাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
লন্ডনে বাংলায় লেখা হলো রেলস্টেশনের নাম

ঢাকা: লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) থেকে হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজি ও বাংলা অক্ষরে লেখা হয়েছে।

বাংলাদেশি কমিউনিটির দাবির প্রেক্ষিতে এটি সফল হয়েছে।

লন্ডনে বাংলায় রেলস্টেশনের নাম লেখার ঘটনা এই প্রথম ঘটনা। হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)। এই ঘটনায় অত্যন্ত গৌরবের ও ইতিহাস সৃষ্টিকারী অর্জন বলে মনে করছেন প্রবাসীরা।

হোয়াইট চ্যাপেল স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’লেখা রয়েছে। একইসঙ্গে লেখা হয়েছে স্টেশনের প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’।

লন্ডন প্রবাসী আবদুল কাইয়ূম চৌধুরী স্টেশনের নামটি বাংলায় লেখার আবেদন জানিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, লন্ডন মেয়র, স্থানীয় এমপিসহ টিএফএলের কাছে চিঠি দিয়েছিলেন। এছাড়াও ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনের (বিবিপিআই) প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আব্দাল উল্লাহ ও সাপ্তাহিক জনমতসহ অনেকেই এ নিয়ে দাবি তুলেছিলেন। এ প্রেক্ষিতে এই উদ্যোগ সফল হয়।

বাংলাদেশ সময় ১৮১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।