ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে হরিণের চামড়া উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
বাগেরহাটে হরিণের চামড়া উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বসত ঘরের মাচা থেকে হরিণের দুটি চামড়া উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে উপজেলার মধ্য সোনাতলা গ্রামের মৃত ছোমেদ মুন্সীর ছেলে সুমন মুন্সীর বসতঘরের মাচা থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।

তবে এ সময়, কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনের ঘরের মাচা থেকে হরিণের দুটি চামড়া উদ্ধার করা হয়েছে। বসত ঘরের মাচার ওপরে হরিণের চামড়া দুটি ভাজ করা অবস্থায় ছিল। চামড়া দুটি মাঝারি আকারের এবং শুকনা।

তিনি আরও বলেন, তবে অভিযানের সময় সুমনকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।