ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সুরত খাঁ (৮২) নামে এক বৃদ্ধ।
শুক্রবার (১১ মার্চ) রাতে উপজেলার খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, ওই বৃদ্ধ এক আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনে উপজেলার খাড়াকান্দি এলাকায় যান। জানাজা শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
আরএ