ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাঠ বোঝাই ইঞ্জিনচালিত আলমসাধুর (থ্রি-হুইলার) পেছনে ধাক্কা লেগে শিমুল হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সাধুহাটি বাসস্ট্যান্ডের পাশে কাঠ বোঝাই আলমসাধু দাঁড়িয়ে ছিল। সেসময় চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই আলমসাধুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিমুল মারা যান। ঘটনার পর চালক পালিয়ে গেলেও আলমসাধুটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
আরএ