কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর গড়াই রেলওেয়ে ব্রিজের ওপরে গিয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে ছামি হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকেল ৫টার সময় গড়াই রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছামি হাসান নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে। সে কুমারখালী এমএন হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, স্কুলছাত্র ছামি হাসান গড়াই নদীর ওপরের রেলওয়ে ব্রিজে উঠে মোবাইলে সেলফি তুলছিল। এসময় ট্রেনের ধাক্কায় সে নদীতে পড়ে যায়। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ব্রিজ থেকে ছেলেটি নদীর যে স্থানে পরেছে সেখানে পানি গভীর হবার কারণে মরদেহ উদ্ধারে সময় লাগে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
আরএ