ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত দুই

নেত্রকোনা: নেত্রকোনায় মহাসড়কের সাকোয়া বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে তারিকুল (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে সাকুয়া বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে সিমেন্টবাহী একটি বিকল ট্রাক চাকা মেরামত করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী ডিম পরিবহনকারী দ্রুতগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হয়েছেন আরও একজন। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার এবং ট্রাক ও পিক-আপভ্যান আটক করেছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।