ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জুতার কারখানার আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জুতার কারখানার আগুন আগুন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী  কাজলা মৃধাবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১২ মার্চ) বিকেলে ৩ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী কাজলা মৃধাবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এখন পর্যন্ত আমরা কারো হতাহতের খবরও পায়নি। তদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।

এর আগে দুপুর ২ টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২ 
এজেডএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।