ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে বিদ্যালয়ের শৌচাগারে পড়েছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কাপ্তাইয়ে বিদ্যালয়ের শৌচাগারে পড়েছিল নারীর মরদেহ প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে পরিত্যক্ত একটি শৌচাগার থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১২ মার্চ) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, বিকেলে কাপ্তাইয় উপজেলায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ওই বিদ্যালয়টির পিয়ন মো. সাদ্দাম জানান, মাঠে খেলা করার সময় পরিত্যক্ত একটি শৌচাগারে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাকে জানায় শিক্ষার্থীরা। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন। এরপর প্রধান শিক্ষক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) শাহিনুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।