ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অসচেতনতায় প্রাণ গেল বিরল হরিণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
অসচেতনতায় প্রাণ গেল বিরল হরিণের

পঞ্চগড়: খাবারের খোঁজে পথ ভুলে ভারতীয় সীমান্ত অতিক্রম করেছিল চার বাই ছয় ফুট উচ্চতার একটি সম্বর হরিণ। কিন্তু পঞ্চগড় সীমান্তে হরিণটি দেখতে পেয়ে ঘিরে ধরে উৎসুক জনতা।

একপর্যায়ে বাঁচার চেষ্টায় পালাতে গিয়ে আহত হয় বিরল এই হরিণ।

তবে শেষ পর্যন্ত হরিণটিকে বাঁচানো যায়নি। রক্তক্ষরণ আর উৎসুক জনতার চাপে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো তাকে।

শনিবার (১২ মার্চ) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধারের পর মৃত হরিণটির ময়নাতদন্ত শেষে প্রশাসন ও প্রাণিসম্পদের সহায়তায় মাটিতে পুঁতে দেয় উপজেলা বন বিভাগ।

রাতে ১১টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সুলতানুল ইসলাম।

তিনি বলেন, বিকেলে আমাদের কাছে খবর আসে উপজেলা প্রশাসন থেকে। এই হরিণটি ভারত সীমান্ত অতিক্রম করে ওই এলাকায় প্রবেশ করেছে। আমরা চেষ্টা করেছিলাম তাকে বাঁচানোর। কিন্তু হরিণটি  রক্তক্ষরণ ও উৎসুক জনতার চাপে মারা গেছে। আসলে মানুষের অসচেতনতার কারণে এই ঘটনা ঘটেছে।  

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলাম হালিম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হরিণটি মারা যায়। হরিণটি ডান পায়ে আঘাত পেয়েছিল। সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ময়নাতদন্ত শেষে হরিণটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে ফেসবুকে হরিণটি আটকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়-  উৎসুক জনতা হরিণটিকে চেপে ধরেছে।  

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।