ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
মৌলভীবাজারে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় তাদের নিকট থেকে ৩টি রামদা, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি স্টিলের তৈরি ধারালো করাত, ১টি ধারালো দা ও ১টি স্টিলের তৈরি লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) গভীর রাতে শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন- শহরতলীর শাহীবাগ এলাকার আবিদুর রহমান সোহেল ও সদর ইউপি পূর্ব শ্রীমঙ্গল এলাকার মুজিবুর রহমান ইমান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, ডাকাতির প্রস্তুতির এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে ডাকাতি করার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় ডাকাত তাদের সঙ্গে থাকা আরও ৮ জন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ১২ মার্চ, ২০২২
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।