ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে ইয়াবাসহ গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
গুলিস্তানে ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকা থেকে দুই হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পল্টল মডেল থানা পুলিশ।

তারা হলেন- রুমা আক্তার ও নুরুল কামাল।

বুধবার (১৬ মার্চ) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকা থেকে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।