ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতাররা হলেন- রুমান খান ও মিরাজুল ইসলাম।
বুধবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজহারুল ইসলাম মুকুল।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার হন রুমান খান ও মিরাজুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজহারুল ইসলাম মুকুল জানান, গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এমএমআই/এনএসআর