ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নেতা মৃত্যুর জেরে দীঘিনালায় অঘোষিত অবরোধ

‍স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
নেতা মৃত্যুর জেরে দীঘিনালায় অঘোষিত অবরোধ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা-বাবুছড়া সড়কে অঘোষিতভাবে অবরোধ চলছে। এই সড়কে অবস্থিত বাজার ও দোকানপাট খোলেনি।

কোনো ধরণের যানবাহনও চলাচল করছেনা। অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১৬ মার্চ) সকাল থেকে এই চিত্র। এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় দীঘিনালা-বাবুছড়া সড়কের পুকুরঘাট এলাকায় ১টি যাত্রীবাহী বাসে এবং ১টি মাহেন্দ্র ট্রাক্টরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

প্রসঙ্গতঃ মঙ্গলবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দলের হাতে অস্ত্রসহ আটক হয়েছিলেন ইউপিডিএফ প্রসিত পক্ষের উপজেলা সংগঠক মিলন চাকমা (৪২)। এরপর আটক মিলন চাকমা হৃদরোগে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়দের ধারণা, মিলন আটকের ঘটনার জের ধরেই গাড়িতে অগ্নি সংযোগ ও অঘোষিত অবরোধ চলছে।

তবে এক বিবৃতিতে ইউপিডিএফ এর মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ করেছেন শারীরিক নির্যাতনের শিকার হয়ে তাদের নেতা মারা গেছেন।

তবে চলমান অবরোধের বিষয়ে সংগঠনটির কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

>>> অস্ত্রসহ আটকের পর ইউপিডিএফ নেতার মৃত্যু

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।