হবিগঞ্জ: নিখোঁজ হওয়ার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মো. নয়ন মিয়ার (১২)। নিখোঁজ নয়ন চুনারুঘাট উপজেলার মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নয়ন একটি গ্যারেজে কাজ করে। সে চলতি বছরের ৩ মার্চ বাড়ি থেকে গ্যারেজের উদ্দেশ্যে বের হয়। আগে প্রতিদিন রাত ৯টায় বাড়ি ফিরতো। কিন্তু ৩ মার্চ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সে আর ফিরে আসেনি।
বুধবার এ বিষয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব বাংলানিউজকে বলেন, আমি শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছি। পরিবারের কারো সঙ্গে তার মনোমালিন্য ছিল না, বাইরের কারো সঙ্গে শত্রুতার খবর পাওয়া যায়নি। তবে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এএটি