নওগাঁ: নওগাঁয় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় সাথী রাণী (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ মার্চ) দুপুরের দিকে জেলা সদর উপজেলার কাশিমপুর সানাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, স্কুল শেষে কুজাইল থেকে টমটমে করে বাড়ি ফেরছিল সাথী। পথে কাশিমপুর সানাপাড়া মোড়ে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা সাথীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআরএস