ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে অটোরিকশা-নসিমন সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
ভৈরবে অটোরিকশা-নসিমন সংঘর্ষে নিহত ২ ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছেন।

বুধবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের দফাদার মো. আরফান আলী (৪৫) এবং একই ইউনিয়নের গজারিয়া গ্রামের মো. মুর্শিদ মিয়ার ছেলে আমিন (১০)। আমিন স্থানীয় প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অটোরিকশায় করে আরফান আলী ভৈরব বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরফান ও আমিন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।