ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ফুলপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
ফুলপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড ইউসুফ মিয়া

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে মাদরাসার এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে ইউসুফ মিয়া (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৬ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ইউসুফ মিয়া একই উপজেলার কাজিয়াকান্দা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে মাদরাসা থেকে বাড়ি ফেরছিল এক শিক্ষার্থী। পথে দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে এলে পেছন থেকে জড়িয়ে ধরে ইভটিজিং করে বখাটে ইউসুফ। এ সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা ওই বখাটেকে আটক করে থানায় খবর দেয়। পরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত যুবক ইউসুফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।