ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে মাদরাসার এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে ইউসুফ মিয়া (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ইউসুফ মিয়া একই উপজেলার কাজিয়াকান্দা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে মাদরাসা থেকে বাড়ি ফেরছিল এক শিক্ষার্থী। পথে দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে এলে পেছন থেকে জড়িয়ে ধরে ইভটিজিং করে বখাটে ইউসুফ। এ সময় মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা ওই বখাটেকে আটক করে থানায় খবর দেয়। পরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত যুবক ইউসুফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআরএস