ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বুধবার (১৬ মার্চ) বিকেলের দিকে উপজেলার ধানকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই উপজেলার সমুজ শাহর ছেলে আলী শাহ (৬৩) ও আলীর ছেলে করিম শাহ (৫৫)। আহত তিনজনের পরিচয় জানা যায়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ্ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ধানকুড়া গ্রাম থেকে একটি ট্রাক্টর বিশ্ব রোডের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে যাত্রী আলীর মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় অটোরিকশার চারজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় করিমের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআরএস