লক্ষ্মীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও আগামী ১৭ মার্চ জাতীয় শিশুদিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বুধবার (১৬ মার্চ) সকালে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অফিস আঙ্গিনায় নিজ হাতে ঝাড়ু দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোসেন আকন্দ।
পরে মেয়রের উপস্থিতিতে ডিসি অফিসের আঙ্গিনা, আদালত পাড়া, ঝুমুর চত্বরসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন পরিচ্ছন্নতা কর্মীরা। পুরো মাস ধরে চলবে এ কার্যক্রম।
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, জহিরুল ইসলাম, জসীম উদ্দীন, রিয়াজ পাটোয়ারীসহ অন্যান্য কাউন্সিলররা।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। এ জন্য আমরা সকাল থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাই। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে আমরা ময়লা-আর্বজনা অপসারণের পাশাপাশি অবাঞ্ছিত ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলব। শহরের প্রত্যেকটা অংশ যেন ঝকঝকে থাকে, সেটা দেখব।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআই