ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে যুবক নিহত দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও নিহত আকাশ হোসেন

রাজশাহী: রাজশাহী মহানগরীর কাটাখালী জুটমিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে আকাশ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

বুধবার (১৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ রাজশাহীর পুঠিয়া উপজেলার ভারোটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আহত যুবক হলেন- মহানগরীর বোয়ালিয়া থানার এলাকার মাসুম মিয়ার ছেলে সজিব মিয়া (২৩)।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, পুঠিয়া থেকে প্রাইভেটকারটি রাজশাহীর দিকে আসছিল। পথে কাটাখালী জুটমিলের ২ নম্বর গেটের সামনে এলে প্রাইভেটকারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আকাশ ও সজীব গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।