ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চুরি যাওয়া ১৩ লাখ টাকাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
ফরিদপুরে চুরি যাওয়া ১৩ লাখ টাকাসহ গ্রেফতার ২

ফরিদপুর: ফরিদপুর থেকে চুরি হওয়া ১৩ লাখ টাকাসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানায় ফরিদপুর জেলা পুলিশ।

গ্রেফতাররা হলেন- ফারুক শেখ (৬০) ও মোহাম্মদ আলী (৪৫)।

সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে থেকে জানা যায়, ফরিদপুরের সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা থেকে চুরি যাওয়া নগদ ২০ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় চুরির সঙ্গে জড়িত চক্রের ওই দুই সক্রিয় সদস্যকে। গ্রেফতার দু’জনকে বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।