ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে চিকিৎসকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে চিকিৎসকরা

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে অভিযানে নেমেছেন চিকিৎসকরা।  

বুধবার (১৬ মার্চ) সকালে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এ সময় ঝাড়ু হাতে নিয়ে হাসপাতালের ভিতরে থাকা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করেন।

এই অভিযানে আবাসিক মেডিক্যাল অফিসার ফয়সাল আহমেদ, নিয়াজ মাহমুদ, তাহসিনা হক প্রমি, আশফাক হোসেন, তৌহিদুর রহমানসহ কর্মরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মচারীগণ অংশ নেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ বলেন, বিভিন্ন সময় অভিযোগ ছিলো শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লা আবর্জনায় অপরিচ্ছন্ন থাকে। সেই লক্ষ্যে আমরা হাসপাতাল কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমাদের এ অভিযান প্রতি মাসে অব্যহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, আমি চাই শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সবসময় পরিচ্ছন্ন থাকুক। এখানে এসে যেনো রোগীরা তাদের সঠিক চিকিৎসা পায়। তাই আমি চেষ্টা করছি হাসপাতালে চিকিৎসা সেবাসহ পরিবেশের পরিবর্তন আনার।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ১৬ মার্চ ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।