ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গরসহ ২ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
পাথরঘাটায় ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গরসহ ২ জন আটক

বরগুনা: বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ৪০০ কেজি হাঙ্গরসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার (১৬ মার্চ ) রাতে উপজেলার তালতলা বাসস্ট্যান্ড থেকে এ অভিযান পরিচালনা করেন।

কোস্টগার্ডের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালতলা বাসস্ট্যান্ড থেকে একটি মালবাহী গাড়ি তল্লাশী করে ৪০০ কেজি নিষিদ্ধ হাঙ্গর মাছসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে আটককৃত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত দুজনকে প্রতিজনের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত হাঙ্গর মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

এ তথ্য নিশ্চিত করে পাথরঘাটার বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন। তিনি বলেন, দুই জনকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জব্দকৃত হাঙ্গর মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।