ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর মিরপুরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
রাজধানীর মিরপুরে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকা থেকে ইয়াবাসহ মো. মহিউদ্দিন জসিম ও মো. সাইফুল নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৬ মার্চ) দারুসসালাম থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিউদ্দিন ও সাইফুলকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দারুসসালাম থানা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।