ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মার্কিন দূতাবাসের অভিবাদন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মার্কিন দূতাবাসের অভিবাদন ছবি: জুনায়েদ আহমেদ। ফাইল ফটো

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে অভিবাদন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এক বার্তায় দূতাবাস এ অভিবাদন জানায়।

বার্তায় বলা হয়, আমরা আজ বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই কারণ তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালন করছে।

এতে আরও বলা হয়, বঙ্গবন্ধু ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জ প্রোগ্রামের বাংলাদেশ থেকে প্রথম ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের একজন। এ জন্য ঢাকার মার্কিন দূতাবাস গর্বিত।

বঙ্গবন্ধুর জন্মের এই ১০২তম বার্ষিকীতে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার উত্তরাধিকারকে অভিবাদন জানাই।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।